বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নীলফামারীতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত

নীলফামারী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম


গত তিনদিন ধরে ভারী বৃষ্টিপাতে জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধিসহ নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে আশ্বিনের এ বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুুষ।

গত রোববার থেকে বৃষ্টি শুরু হয় নীলফামারীতে। থেমে থেমে কখনও হাল্কা আবার কখনও ভারী বৃষ্টি হতে থাকে ।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে এগারটা থেকে টানা দু’ঘন্টা ভারী বৃষ্টিপাত হয়। এরপর দিনভর চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত।

এতে তিস্তা, চারালকাটা, দেওনাই, বুড়িতিস্তাসহ জেলার সব নদ-নদীর পানি বেড়ে যায়। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্র জানায়, অব্যাহত ভারী বৃষ্টিপাতে তিস্তার পানি গতকাল সকাল থেকে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ভারী বৃষ্টিপাতে জেলার নি¤œাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।
এদিকে বৃষ্টিপাতে আমন ক্ষেতের উপকার হলেও ক্ষতি হয়েছে মরিচ, বেগুন,পটলসহ উঠতি শাক ও সবজি ক্ষেতের।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন