উত্তরের জেলা নীলফামারীতে শীতের তীব্রতা বেড়েছে। গত দু’দিন ধরে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বিরাজ করছে এই জেলায়। এতে করে দূর্ভোগে পড়েছে খেটে খাওয়া দরিদ্র মানুষজন। ঘন কুয়াশার কারনে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সূর্য্যরে মুখ দেখা যায়নি। দিনের বেলাতেও কুয়াশার কারনে ভারী যানবাহনগুলো হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীত নিবারন করতে গরম কাপড় সংগ্রহে নিম্ন আয়ের মানুষরা পৌরসভা মাঠের পুরানো কাপড়ের বাজারে ভীড় করছেন।এদিকে শীতের তীব্রতার কারণে শীতজনিত রোগের প্রার্দুভাব বেড়েছে। আর এই রোগে সবচেয়ে বেশী আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ বয়সীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন