শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

থানায় শোডাউন ১৩ মোটরসাইকেল আটক

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

অর্ধশতাধিক মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে শতাধিক যুবক ঢুকে পড়ে থানা চত্বরে। কোন মোটরসাইকেলে তিনজন কোনটাতে আবার চারজন। বেশিরভাগের মাথায় ছিলনা হেলমেট। এরপর সব মোটরসাইকেল আটক করে পুলিশ। বৈধ কাগজপত্র না পাওয়ায় ১৩টি আটক রেখে বাকিগুলো ছেড়ে দেয়া হয়। এমন ঘটনা ঘটে গতকাল বুধবার চট্টগ্রামের বোয়ালখালী থানায়।

পল্লী বিদ্যুতের হয়রানির অভিযোগ দিতেই চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সদস্য সাদ্দাম হোসাইনের নেতৃত্বে কয়েকশ মানুষ থানায় আসে। থানার ওসি নেয়ামত উল্লাহ বলেন, বিপুল সংখ্যক মোটরসাইকেলের বহর নিয়ে একসাথে থানায় ঢুকে পড়ায় এলাকায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোটরসাইকেল আরোহীদের বেশিরভাগেরই হেলমেট ছিল না। অনেকে বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি। বৈধ কাগজপত্র না থাকায় ১৩টি মোটরসাইকেল থানায় আটক রাখা হয়। পরে তাদের অভিযোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন