শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

আপনার প্রশ্ন

ডা. একেএম মাহমুদুল হক খায়ের | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৫ এএম

প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ২৫। আমার মুখে পুরুষের মতো দাড়ি-গোফ। তা-ছাড়া আমার বুকে ও নাভীর নীচে অনেক লোম। আমি এ অবাঞ্ছিত লোমগুলো হতে স্থায়ীভাবে মুক্তি চাই।

আফসানা। কলাবাগান। ঢাকা।
উত্তর : আপনার সমস্যাটি একটি পুরুষালী সমস্যা। ইংরেজীতে ডাক্তারি ভাষায় এর নাম হারসুটিজম মেয়েদের জন্য এটি এক জটিলতর সমস্যা। কারণ এটি মেয়েদের মধ্যে জরায়ূর টিউমারসহ অনেক জটিল রোগের সৃষ্টি করে। বর্তমান এ লোমগুলো স্থায়ীভাবে নির্মূল করা সম্ভব।
সুবর্ণা-পটুয়াখালী।
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪১। বিবাহের প্রথমদিকে আমি শরীরিবভাবে বেশ সক্ষম ছিলাম। কিন্তু গত কয়েক বৎসর যাবত আমার লিংগের উত্থান হচ্ছে না এবং দ্রæত বীর্য স্খলন হচ্ছে। আমি এ থেকে মুক্ত হতে চাই।
Ñআবুজাফর। আগারগাঁও। ঢাকা।
উত্তর : আপনার সমস্যাটি সম্ভবত পুরুষত্বহীনতা। বর্তমানে এর বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে সমাধান সম্ভব। তাই একজন অভিজ্ঞ যৌনরোগ বিশষজ্ঞের পরামর্শ নেবেন।
প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৩৪। আমার দু’হাতের নখগুলো দিন দিন বিবর্ণ হয়ে যাচ্ছে। এতে আমার সৌন্দর্য-হানি হচ্ছে। আমি অতি দ্রæত এর সমাধান চাই।
Ñমিসেস সালমা। কেরাণীগঞ্জ।
উত্তর : বর্তমান আধুনিক কসমেটিক চিকিৎসার মাধ্যমে আপনার নখের স্বাভাবিক রং, তথা উজ্জ্বলতা ফিরিয়ে আনা সম্ভব।
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৫০। আমার মাথায় পাকা চুলে কলব অর্থাৎ রং লাগালে মাথায় চুলকানিসহ চর্মরোগ হয়ে যায়। এতে আমার বেশ কষ্ট হচ্ছে। এর কোন চিকিৎসা আছে কি?
Ñআফজাল হোসেন। নবাবগঞ্জ ঢাকা।
উত্তর : আপনার রোগটির নামÑএলার্জিক কন্টাক্ট ডারমাটাইটিস পরীক্ষা-নিরিক্ষার পর চিকিৎসা করালে এ থেকে পরিত্রাণ সম্ভব।

ত্বক, যৌন, সেক্স ও এলার্জি বিশেষজ্ঞ
এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স)।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯৯০০০০১৯১।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন