বহুমুখী বাধা আপত্তি, সীমাহীন টেনশনের মধ্যে দিয়ে সিলেট শুরু হয়েছে বিএনপির বিভাগীয় সমাবেশ। সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে মঙ্গলবার বেলা আড়াইটায় সিলেট রেজিস্টারি মাঠে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় সভাটি শুরু হয়েছে। সিলেটে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমীর সহ কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার দুপুরে একটি ফ্লাইটে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌছান কেন্দ্রীয় নেতারা। এসময় তাদেরকে স্বাগত জানান সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন