বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় রাজশাহী মাদ্রাসা মাঠের পাশে ঈদগাহ রোডে কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশ কেন্দ্র করে প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।স্থলের প্রবেশ পথে কঠোর নিরাপত্তার বলয় দেখা গেছে।
সকল বাধা উপেক্ষা করে সমাবেশ শুরু আগে বেগম খালেদা জিয়ার মুক্তির স্লোগানে স্লোগানে বিভিন্ন ব্যানার নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন।
সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হোসেন মাহমুদ টুকু, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, চেয়ারপাসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ বক্তব্য রাখবেন।
আরো উপস্তিত আছেন, গোলাম মোহাম্মদ সিরাজ-এমপি, নাদিম মোস্তফা, শ্যামা ওবায়েদ,শাহিন শওকত,ইঞ্জি গোলাম মোস্তফা, অ্যাড মাহদুদা হামিদা, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছা সেবক দল সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সসম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, আমিরুল ইসলাম খান আলীম, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেন, মোরতাজুল করিম বাদরু, তাতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চেয়ারপাসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ।
সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়ের মোসাদ্দেক হোসেন বুলবুল।
সমাবেশ পরিচালনা করছেন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক রুহুল কুদ্দুস দুলু ও মহানগর বিএপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন