শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটের রেজিস্টারি মাঠ ছাড়িয়ে রাস্তায় নেতাকর্মীদের ঢল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ৪:৩২ পিএম | আপডেট : ৪:৩৫ পিএম, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

কারান্তরীণ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটে বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র নেতারা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ২টা ২০ মিনিটের সময় নগরীর রেজিস্ট্রারি মাঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
সমাবেশের শুরু থেকেই বিভাগীয় মহাসমাবেশের জন্য নির্ধারিত স্থান রেজিস্টারি মাঠ ভরে বিএনপির নেতাকর্মীরা মাঠের পাশের বিভিন্ন রাস্তায় অবস্থান নিয়ে নেত্রীর মুক্তির দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। সমাবেশে যোগ দিতে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। এ কারণে লোকে লোকারণ্য হয়ে গেছে মাঠ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসমাবেশে স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। তারা নেত্রীর মুক্তি এবং সরকারের পতনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে কঠোর আন্দোলন চান।

সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি কামরুল হুদা বলেন, ‘একদিকে আমাদের প্রানপ্রিয় নেত্রী বেগম জিয়া মিথ্যা মামলায় কারাববন্দি অন্যদিকে অবৈধ সরকার দলীয় নেতারা দেশে সম্পদ লুটপাট করে ধরা পড়ছেন। আমাদের কেন্দ্রীয় নেতাদের কাছে প্রত্যাশা থাকবে আজই তারা কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।

সহ-সভাপতি আব্দুল মান্নান বলেন, ‘আর কতদিন এই সব কর্মসূচি চলবে। নেত্রীর মুক্তির দাবিতে কঠোর কর্মসূচি দিন।’

সিলেট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবুল কাহের শামীমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান মো. শাজাহান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন