বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট বিভাগীয় সমাবেশস্থল নগরীর রেজিস্ট্রারি মাঠে এসে উপস্থিত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৩টা ৩৫ মিনিটে সমাবেশস্থলে আসেন ফখরুল। মির্জা ফখরুলের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারাও এসময় উপস্থিত হন । সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় সমাবেশ চলছে। খালেদা জিয়ার মুক্তির দাবি, তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নতুন নির্বাচনের দাবিতে এ সমাবেশ আয়োজন করেছে বিএনপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন