বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

নির্যাতিত কাশ্মীরিদের রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত : ইমরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্বের কোনো দেশ যদি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের নির্যাতিত জনগণের পাশে না থাকে, তা হলেও পাকিস্তান থাকবে। এ জন্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত পাকিস্তান। জাতিসংঘ মিশন শেষে দেশে ফিরে রোববার বিকালে রাজধানী ইসলামাবাদে নিজ দলের সমর্থকদের এক সমাবেশে তিনি এ কথা বলেন। খবর দ্য ডনের। ইমরান খানকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যর্থনা জানাতে দলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পাকিস্তান সরকার এবং তেহরিক-ই-ইনসাফ দলের নেতাকর্মীরা ইমরান খানের এ সফরকে অত্যন্ত সফল বলে মনে করছেন। সমাবেশে ইমরান খান অনেকটা ইসলামী কায়দায় বক্তৃতা দেয়া শুরু করেন এবং নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে কাশ্মীরি মিশনে সমর্থন দেয়ার জন্য পাকিস্তানের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। এর পাশাপাশি তিনি তার স্ত্রী বুশরা বিবিকেও ধন্যবাদ জানিয়েছেন। ইমরান খান বলেন, বুশরা বিবি জাতিসংঘের কাশ্মীর মিশনের জন্য অনেক বেশি দোয়া করেছেন। সংক্ষিপ্ত ভাষণে ইমরান খান বলেন, কাশ্মীর নিয়ে চলমান সংগ্রামে উত্থান-পতন থাকবে তবে কঠিন সময় এলে তিনি জনগণকে হতাশ না হওয়ার জন্য আহ্বান জানান। এর কারণ হিসেবে তিনি বলেন, কাশ্মীরের জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে। ইমরান খান জোর দিয়ে বলেন, তার সরকার ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতার জন্য এমন কোনো প্রচেষ্টা নেই যা চালাবে না। পাশাপাশি তিনি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমি আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমরা বিশ্বের সম্ভাব্য সব ফোরামে নরেন্দ্র মোদির ফ্যাসিস্ট ও মুসলিমবিদ্বেষী চেহারা উন্মোচন করব। ডন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
ash ১ অক্টোবর, ২০১৯, ৩:৪৪ এএম says : 0
GO FOR IT IMRAN KHAN ! 95% BANGLADESHI WITH UUUUUUU
Total Reply(1)
Md. Aman Ullah Talukder ১ অক্টোবর, ২০১৯, ১২:০৯ পিএম says : 4
Absolutely right!
Jahangir ২ অক্টোবর, ২০১৯, ৫:১১ পিএম says : 0
A braive Muslim. We like you. Do something for Muslim.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন