শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই মাদক কারবারি

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০১৯, ১২:০১ এএম

টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী সাপমারা পাহাড় এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিন আর হেলাল নামে দুই মাদক কারবারি নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের এসআই সুজিত দে, এএসআই সাইফ ও কনস্টেবল সেকান্দর আহত হয়েছে এবং ঘটনাস্থল থেকে দু’টি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড কার্তুজ ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহতরা হলো- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার অলি চাঁদের ছেলে মো. আমিন (৩৭)টেকনাফ সদর ইউনিয়ন মৌলভীপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে হেলাল উদ্দিন (২১)। ১ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন শীলখালী সাপমারা পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান- টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক এবিএম দোহাসহ একদল পুলিশ ঐ স্থানে পৌঁছলে আটকদের সহযোগীরা পুলিশ লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল তল্লাশী চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় ২ যুবককে উদ্ধার করে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের দুইজনকে মৃত ঘোষনা করে এবং দেশীয় তৈরি ২টি এলজি, ৭ রাউন্ড তাজা কার্তুজ, ৯ রাউন্ড কার্তুজের খালি খোসা ও ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন- মাদক কারবারে জড়িত অনেক অপরাধী এখনো আড়ালে থেকে তাদের অপকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সে সমস্ত অস্ত্রধারী মাদক কারবারিদের নির্মূল করার জন্য আমাদের পুলিশ সদস্যরা সজাগ রয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন