শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কিশোরগঞ্জের হোসেনপুরে বাল্যবিয়ে বন্ধ : কনের বাবাকে জরিমানা

কিশোরগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৯, ১:২৭ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণির পড়ুয়া এক ছাত্রী। এ ঘটনায় কনের বাবাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সাহেদল ইউনিয়নের সাহেদল-নয়াপাড়া গ্রামে কনের বাড়িতে এ ঘটনা ঘটে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, বিকেলে উপজেলার সাহেদল ইউনিয়নের সাহেদল-নয়াপাড়া গ্রামের স্বপন মিয়ার বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। এ খবর উপজেলা প্রশাসনকে জানায় স্থানীয়রা। পরে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করা দেওয়া হয়। এসময় কনের বাবাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন