শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিস্তীর্ণ এলাকা প্লাবিত

প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

এস কে সাত্তার, ঝিনাইগাতী (শেরপুর)
শেরপুরের ঝিনাইগাতীতে প্রবল বৃষ্টিপাত ও সীমান্তের ওপারে ব্যাপক বৃষ্টিপাতের ফলে ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলা সদরসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল মহারশী, সোমেশ্বরী ও কালঘোষা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন অংশ ভেঙে উপজেলার বিভিন্ন অফিসসহ বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। মহারশী নদীর রামেরকুড়া বাঁধ ভেঙে সাব-রেজিঃ অফিস, পোস্ট অফিস, নলকুড়া ইউনিয়ন ভূমি অফিস, যুব উন্নয়ন অফিস, উপজেলা ভূমি অফিস, মহিলা বিষয়ক অফিস, উপজেলা সদরের প্রধান সড়ক তলিয়ে গেছে এবং উপজেলা পরিষদ চত্বরে পানি প্রবেশ করেছে। এছাড়া ঝিনাইগাতী সদর বাজারের দক্ষিণাংশ হাঁটু পানিতে তলিয়ে গেছে। অপরদিকে, উপজেলার দিঘীরপাড় মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে চতল, মাটিয়াপাড়া, রামনগর, সুরিহারা, কালিনগর, সারিকালিনগর, প্রতাবনগর, দাড়িয়ারপাড়সহ বিভিন্ন গ্রামসমূহে শত শত ঘরবাড়িতে ঢলের পানি প্রবেশ করেছে। এতে করে বহু মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। কৃষকদের সদ্য ফেলা আমন ধানের বীজতলা, বিভিন্ন সবজি ফসল পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাপক ফসলহানির আশঙ্কা করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন