ময়মনসিংহে বোমা সন্দেহে একটি লাগেজ দীর্ঘ ১২ ঘণ্টা ঘিরে রাখার পর সেটির ভেতরে মিলেছে হাত-পা ও মুন্ডুবিহীন লাশ। সোমবার সকাল সাড়ে ৮ টায় লাগেজটি খুলে লাশ উদ্ধার করে ঢাকা থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, গত রোববার বেলা ১১ টা থেকে নগরীর পাটগুদাম ব্রিজের পাশেই একটি লাল লাগেজ পড়ে থাকতে দেখা যায়।
তারপর বিষয়টি এক ট্রাফিক পুলিশের চোখে পড়ে এবং সন্দেহ করেই বিষয়টি সন্ধ্যায় পুলিশকে জানায়। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এবং র্যাব-১৪’র সিইও লে. কর্নেল ইফতেখার উদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারপর (২০ অক্টোবর) রাত ৮টা থেকে ব্রিজের পাশে পড়ে থাকা ওই লাগেজ ঘিরে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে খবর দেয়া হয় ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিটকে। পরে সোমবার সকাল সাড়ে ৮ টায় বোম্ব ডিসপোজাল ইউনিট ঢাকা থেকে ঘটনাস্থলে এসে লাগেজ থেকে লাশ উদ্ধার করেন। তারপর ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সূত্রমতে, ২০ অক্টোবর সন্ধ্যার পর থেকে সন্দেহজনক লাগেজ ঘিরে তোলপাড় সৃষ্টি হয় স্থানীয় প্রশাসন ও নগরবাসির মাঝে। লাশ উদ্ধারের পূর্ব মূহর্ত পর্যন্ত বিষয়টি নিয়ে আতংকে ছিল নগরবাসি।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মাহমুদুল হাসান জানান, উদ্ধারকৃত খন্ডিত লাশের এখনো পরিচয় পাওয়া যায়নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন