মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
মঠবাড়িয়া থানা পুলিশ গতকাল শনিবার সকালে উপজেলার মিরুখালী ইউনিয়নের ওয়াহেদাবাদ গ্রামে পিয়ারা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। ৬ সন্তানের জননী পিয়ারা বেগম ওয়াহেদাবাদ গ্রামের মোঃ ফুল মিয়া হাওলাদারের স্ত্রী। জানা যায়, গত শুক্রবার বিকালে ইফতারি তৈরির আগে পারিবারিক কলহের জের ধরে পিয়ারা বেগম ঘরে রক্ষিত চালের পোকা দমনের ট্যাবলেট খায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে স্থানীয় মিরুখালী বাজারে সন্ধ্যায় তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে গতকাল শনিবার সকালে বসতঘর হতে তার লাশ উদ্ধার করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন