শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিষপানে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

পারিবারিক কলহের জের ধরে বিষপানে আতœহত্যা করেছে ময়না আক্তার ওরফে পাখী নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে উপজেলার সনমান্দি ইউপির ঈমানের কান্দি গ্রামে। জানা যায়, উপজেলার বারপাড়া এলাকার মোক্তার হোসেনের মেয়ে ময়না আক্তার (২১) সাথে সনমান্দি ইউপির ঈমানের কান্দি গ্রামের আলেক মিয়ার ছেলে নবীর হোসেনের সাথে চার বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে বিভিন্ন বিষয় নিয়ে কলহ লেগে থাকতো। এরই জের ধরে গতকাল সোমবার সকালে গৃহবধূ ময়না বিষপান করলে তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে ময়নার বাবা বাদি হয়ে ৬ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি মামলা করেছে।
বখাটের কারাদ-
সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও এলাকায় স্কুল পড়–য়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় হারুন অর রশিদ (৩৫) নামের এক বখাটেকে ৬ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জাকারিয়া নেতৃত্বে গতকাল সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা প্রদান করা হয়। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক নারায়ণ চন্দ্র জানান, নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর গ্রামের মজহমপুর হাইস্কুলের দশম শ্রেনীতে পড়–য়া ওই ছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে চাঁদপুর জেলার মতলব থানার মধ্যম দিঘলদী গ্রামের আবুল হোসেনের ছেলে হারুন অর রশিদ তাকে উত্ত্যক্ত করতো। এর আগে ছাত্রীর অভিভাবকরা উত্ত্যক্ত না করার জন্য তাকে কয়েকবার শাসিয়েছে। গতকাল সোমবার ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে সে ফের তাকে উত্ত্যক্ত করলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে। পরে সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদ- প্রদান করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন