১
মোহাম্মদ মোর নয়ন-মণি
মোহাম্মদ মোর জপমালা।
ঐ নামে মিটাই পিপাসা
ও নাম কওসরের পিয়ালা
মোহাম্মদ নাম শিরে ধরি,
মোহাম্মদ নাম গলায় ধরি,
ঐ নামেরই রওশনিতে
আঁধার এমন রয় উজালা
আমার হৃদয়-মদিনাতে
শুনি ও নাম দিনে রাতে,
ও নাম-তসবি হাতে
মন-মরুতে গুলে লালা
ও নাম আমার অশ্রæ চোখের
ব্যথার সাথী শান্তি শোকের,
চাই না বেহেশত, যদি ও নাম
বলতে সদাই পাই নিরালা
২
মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে।
তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে
ওরে গোলাব! নিরিবিলি
(বুঝি) নবীর কদম ছুঁয়েছিলি,
(তাই) তাঁর কদমের খোশ্বু আজও তোর আতরে জাগে
মোর নবীরে লুকিয়ে দেখে
তাঁর পেশানির জ্যোতি মেখে,
ওরে ও চাঁদ, রাঙলি কি তুই গভীর অনুরাগে
ওরে ভ্রমর, তুই কি প্রথম
চুমেছিলি নবীর কদম,
আজও গুন্গুনিয়ে সেই খুশি কি জানাস্ রে গুলবাগে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন