বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ করায় বুধবার আবারও ৪টি ট্রলারসহ মংলা বন্দর চ্যানেলের হারবাড়িয়া এলাকা থেকে ৫৫ পর্যটক কে আটক করা হয়েছে। এনিয়ে ১২৮ জন পর্যটক কে আটক করা হয় ।
ঘূর্ণিঝড় বুলবুলের পরে সুন্দরবনে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে বনবিভাগ।এই আদেশ অমান্য করে সুন্দরবনে প্রবেশের দায়ে ৫ অক্টোবর ৩টি ট্রলারসহ ৬০ জন,১১ অক্টোবর ৪টি ট্রলারসহ ৪৯ জন,১২ অক্টোবর ১টি ট্রলারসহ ১৯জন পর্যটক কে আটক করা হয়। তিন দফায় আটক হওয়া ১২৮ জন পর্যটককে ১২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।
পূর্ব সুন্দরবন চাদপাই রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিন কবির জানান, বুধবার ( ১৩ নভেম্বর) আটক হওয়া ৫৫ পর্যটককে সুন্দরবনের চাদপাই রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে। নিয়মানুযায়ী আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন