নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে আজ সকাল থেকে রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। হঠাৎ এমন ধর্মঘটে বিপাকে পড়েছে যাত্রীরা। রাজশাহী থেকে সবরুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। নতুন সড়ক আইন বাস্তবায়নের প্রতিবাদে সকাল থেকেই রাজশাহীর সাথে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দেয়। সকাল থেকেই আন্ত:নগর বাস ছেড়ে যায়নি। এরফলে অনেকেই বাস টার্মিনালে এসে ফিরে যায়। আবার কেউ কেউ বিকল্প হিসাবে ট্রেনে চাপেন। সেখানেও ভীড় দেখা যায়। হঠাৎ করেই বাস শ্রমিকদের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে যাত্রীরা। শিরোইল বাস স্ট্যান্ডে এসে যাত্রীরা দেখেন বাস বন্ধ। কাউন্টার থেকে বলা হয় এটা শ্রমিকদের ব্যাপার। অনেককেই টিকেট ফেরত নিতে দেখা যায়। যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন কর্মসূচি পালন করলে আগে থেকে জানিয়ে দেয়া উচিত। তাহলে মানুষ এমন দূর্ভোগে পড়বে না। একজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার আইন করেছে সেটা নিয়ে বাস শ্রমিকদের সমস্যা থাকলে তারা নেতা বা মন্ত্রীদের নিয়ে আলোচনায় বসে সমাধান করতে হবে। হুট করে বাস বন্ধ, সড়ক বন্ধ করে দূর্ভোগ সৃষ্টি করা মোটেও ঠিত নয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন