নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবীতে দিনাজপুরে বেশিরভাগ যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে চালকরা। আজ শনিবারে জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে গতকাল শুক্রবার সকাল থেকেই বাস চালকরা জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেন। তবে এটি কোন সাংগঠনিক সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন পরিবহন নেতারা।
চালকরা জানান, যে কোন দূর্ঘটনার জন্য চালকরা একাই দায়ী নয়। দূর্ঘটনার জন্য সচেতনতার বিকল্প নেই, তাই যে আইনটি করা হয়েছে তা সংশোধনের প্রয়োজন রয়েছে।
এব্যাপারে যোগাযোগ করা হলে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি জানান, এটি সংগঠনের সিদ্ধান্ত না। কিছু চালক নিজেরাই বাস চলাচল বন্ধ করে দিয়েছে, এটি নিয়ে বৈঠক করা হচ্ছে বলেও জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন