রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটে এবার লবন নিয়ে গুজব: বিপাকে জনসাধারণ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৯, ৯:২৯ পিএম

লবনের দর বেড়েছে এমন গুজব ছড়িয়ে পড়ছে সিলেটে। প্রতি কেজি লবণের দাম ১০০-১২০ টাকা হয়ে গেছে, সেরকম ছড়াচ্ছে একটি অসাধু চক্র। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এ ধরনের গুজব কেউ ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন গুজবে বিভ্রান্ত হয়ে বেশি মুনাফার লোভে সিলেটের জকিগঞ্জে সহ সবকটি উপজেলা ছোট বড বাজারে লবণ বিক্রি করা বন্ধ করে দিয়েছে এক শ্রেণির ব্যবসায়ী। এতে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। লবণের দাম বেড়ে যাচ্ছে, এমন গুজবে সাধারণ মানুষ লবণ কিনতে ভিড় করছেন বিভিন্ন হাটবাজারে। সরেজমিন রাত সাডে ৮ টায় নগরীর মানিকপীর এলাকায় একাধিক দোকানে লবনের কেজি ১০০ টাকা বিক্রি হচছে। এব্যাপারে সিলেট বিভাগীয় ভোকতা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ পরিচালক ফয়জুললাহ ফয়েজ বলেন, এব্যাপার কোন তথ্য নেই এখন পর্যন্ত, তবে বিষয়টি দেখছেন বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মজলুম জনতা ১৯ নভেম্বর, ২০১৯, ১০:৪৭ এএম says : 0
লবন নিয়ে নতুন করে শুরু হয়েছে তুল কামাল কান্ড।এরা কি দেশটাকে রাম রাজত্ব মনে করছে।।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন