শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নদী দখল করে স্থাপনা নির্মাণ

প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা

পটুয়াখালীর কলাপাড়ায় নদী তীর দখল করে তোলা হচ্ছে স্থাপনা। উপজেলার ধানখালী ইউনিয়নের নোমরহাট-বাজার এলাকায় টিয়াখালী নদীর তীরে এমন স্থাপনা তোলার দৃশ্য রয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল এভাবে স্থাপনা তোলায় নদীটির পরিধি ক্রমশই ছোট হয়ে যাচ্ছে। এসব কার্যক্রম প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে নদী দখল করে স্থাপনা তোলা হলেও অদৃশ্য কারণে ওই স্থাপনা অপসারণে কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। সরেজমিন দেখা গেছে, বহু আগে বিশাল এলাকাজুড়ে নদীতীর এবং নদীসহ দখল করে এই স্থাপনা তোলা হয়। কিন্তু আজ অবধি কেউ এ স্থাপনাটি অপসারণে এগিয়ে আসেনি। এছাড়া স্থাপনাটি তোলায় জোয়ারের সময় নদীর ¯্রােতের গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার রায় সাংবাদিকদের জানান, সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন