বিএসএফ সীমান্তপথে বাংলাভাষীদের ঠেলে পাঠানো অব্যাহত রেখেছে, বেনাপোলে বিজিবি’র হাতে আটক ৩২জন
বিএসএফ বেনাপোল, মহেশপুর ও জীবননগরের বিভিন্ন সীমান্তপথে বাংলাভাষীদের বাংলাদেশে ঠেলে পাঠানো অব্যাহ রেখেছে। রোববারও বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ওপার থেকে পাঠানো ৩২জন নারী, পুরুষ ও শিশুকে অনুপ্রবেশকারী হিসেবে বিজিবির খুলনার দৌলতপুর ক্যাম্প আটক করেছে। বিজি তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান দৈনিক ইনকিলাবকে বলেন, আটককৃতদের নামে পাসপোর্ট আইনের ১১সি ধারায় মামলা হয়েছে। আদালতে সোপর্দ করার প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি সূত্র জানায়,, যশোরের বেনাপোলের গাতিপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে
২১ ব্যাটালিয়ন বিজিবি দৌলতপুর ক্যাম্প ১১ নারী, ১৭ পুরুষ, দু’জন হিজড়া ও দুই শিশুসহ মোট ৩২ জন আটক করেছে। ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানান, মহেশপুর ও জীবননগর সীমান্তের ওপাারে কিছু বাংলাভাষীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর জন্য জড়ো করা হয়েছে বলে সীমান্ত সূত্র জানিয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন