সুনামগঞ্জের ছাতকে পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে এক ডাকাত নিহত ও ছয় জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাল্টা পাল্টি বন্দুক যুদ্ধে লক্ষনদর আলী (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। সোমবার ভোর রাতে উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের ভুইগাও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লক্ষনদর আলী উপজেলার সিংচাপইর ইউনিয়নের জিয়াপুর হবিপুর গ্রামের কলমদর আলীর পুত্র। গত রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে হবিপুর গ্রামের মসজিদ সংলগ্ন হাওর থেকে তাকে আটক করা হয়। সে সিংচাপইড় ইউনিয়নের হবিপুর গ্রামের মৃত কলমদর আলীর পুত্র। অভিযানে এএসআই বাচ্চু মিয়া, এএসআই আব্দুল মান্নান, এএসআই রেজাউল করিম, এএসআই মহিবুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। তার বিরুদ্ধে জিআর-১১৭/১৬, জিআর-৩০/১১, জিআর-১১/১৮, জিআর-১২/১৮, জিআর-৮৭/১৩ এর ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তার স্বীকারোক্তিতে ব্যাপক অস্ত্রে সন্ধান পেয়ে তার আস্তানায় অভিযান শুরু আগে পুলিশের হাত থেকে ডাকাত লক্ষনদর আলী ছিনিয়ে নেয়ার চেষ্টা ডাকাতরা পুলিশের উপর আক্রমন চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে ডাকাত নিহত হয়েছেন । তার লাশ পুলিশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে ভোরে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ সময় তার অপর সঙ্গীরা পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এ আই শাহ জামাল ও এস শাহাবুদ্দীন সহ ৬জন পুলিশ সদস্য আহত হয়েছে। আহত অবস্থায় তাদেরকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল জানান, ডাকাতদের আস্তানা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালানোর আগে ডাকাতরা তাদের উপর হামলা করে এ সময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টাগুলি ছুড়লে এক ডাকাত আহত হয় পরে হাসপাতালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন