বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মহাসড়কের দুইপাশে অবৈধ ৫শতাধিক স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৯, ৫:৪৫ পিএম

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকায় সড়কের দু’পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা পাকা, আঁধা পাকা, টিনের তৈরী ৫শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। 

সোমবার দিনভর গেন্ডা এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে এ অভিযান চলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী জানান, মহাসড়কের দু’পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান চলবে।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে ঘিরে আগত অতিথিদের যাতায়াত নির্বিঘœ করতে এই অভিযান আরো জোরালো ভাবে চলছে।
চলমান অভিযানের প্রথম দিনে সাভারের গেন্ডা স্ট্যান্ড এলাকায় মহাসড়কের দুই পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা বহুতল ভবনসহ ৫শতাধিক স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এক্সকেভেটর দিয়ে সকল অবৈধ স্থাপনা গুলোকে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন