সড়কে বিশৃঙ্খলার পর এবার নৌপথে শ্রমিকদের ধর্মঘট শুরু হয়েছে। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বুধবার সকালে থেকে এই কর্মবিরতি শুরু করেছে নৌযান শ্রমিকরা। শতভাগ খাদ্যভাতা ও সুপেয় পানির খরচ আদায়সহ ১৫ দফা দাবিতে তাদের এই কর্মবিরত। এর ফলে বুধবার সকাল থেকে ঢাকার সদরঘাট থেকে কোন যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি বলে খবর পাওয়া গেছে।
গত ২০ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত এক মানববন্ধন থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর আওতায় সব শ্রেণির জাহাজ, ট্রলার ও লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানায় তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন