বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল হওয়ায় গতকাল বুধবার সকাল ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে, লঞ্চ পারাপার কোচ যাত্রী ও সাধারণ যাত্রীরা বাধ্য হয়ে ফেরিতে নদী পারাপার হচ্ছেন।
বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুর ইসলাম জানান, প্রবল হাওয়ার কারণে নদীতে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হওয়ায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। এতে, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। সকাল ৯টা থেকে এ কারণে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নদী স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এদিকে, নদী উত্তাল থাকার কারনে আরিচা-কাজিরহাট রুটে স্পীডবোট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন