শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুরের মধ্য মনোহরপুর গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে হতদরিদ্র আব্দুল আজিজ হাওলাদারের বসতি জমি আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতিপক্ষরা জোরপূর্বক দখলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজাপুর সাংবাদিক ক্লাবে সংবাদ সম্মেলনে আব্দুল আজিজ হাওলাদার এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার মধ্য মনোহরপুর ১৪ শতাংশ জমি ২০১৩ সালে দলিলমূলে আব্দুর রব ও রোকেয়া বেগমের কাছ থেকে আমার ছেলে শফিকুলের নামে ক্রয় করি। সেই জমিতে ঘর উত্তোলন ও গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে বসবাস ও ভোগদখল করে আসতেছি। গত ৮ জুন সকালে প্রতিপক্ষ ফুলমদ্দিন হাওলাদারের ছেলে আনসার আলী ও আব্দুল খালেকসহ তাদের একটি দল এসে ওই জমির গাছ কেটে বিল্ডিং নির্মাণের কাজ শুরু করতে চাইলে বাধা দিয়ে কাজ বন্ধ করে স্থানীয়দের মাধ্যমে সালিশ বৈঠকের সিদ্ধান্ত হয়। কিন্তু তা না মেনে পরবর্তীতে আবার কাজ শুরু করলে ১১ জুন থানায় অভিযোগ দিলে পুলিশ গিয়ে কাজ বন্ধের নির্দেশ দিলেও রাতে কাজ করে। নিরুপায় হয়ে ১৬ জুন ঝালকাঠি অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালত পুলিশের মাধ্যমে ঘটনাস্থলে ১৪৪/১৪৫ জারি করে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সদর ইউনিয়ন আ.লীগের সেক্রেটারি সালিশ দ্বারা মেম্বার তৌহিদুল ইসলামের মাধ্যমে পুলিশকে ম্যানেজ করে রাতের আধারে বিল্ডিং নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন