শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

সোনা, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে বাংলাদেশের ১৮ পদক

স্পোর্টস রিপোর্টার কাঠমান্ডু, নেপাল থেকে | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৯, ৮:৫২ পিএম

 

নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসের দ্বিতীয় দিন সোমবারের সকালটা সোনার হাসি দিয়ে শুরু করেন বাংলাদেশের তায়কোয়ান্ডো তারকা দিপু চাকমা। এদিন কাঠমান্ডুর সাতদোবাদো জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত তায়কোয়ান্ডো ডিসিপ্লিনে পুমসে ইভেন্টের ২৯ প্লাস ক্যাটাগরিতে ভারতের প্রতিদ্বন্দ্বিকে হারিয়ে স্বর্ণ জিতেন রাঙামাটির দিপু চাকমা। দিপু স্কোর করেন ৮ দশমিক ২৮ পয়েন্ট। সোনা জিততে দিপু হারিয়েছেন ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের প্রতিযোগীদের।এদিন বাংলাদেশ তায়কোয়ান্ডো ডিসিপ্লিনে এক সোনা ও আট ব্রোঞ্জসহ মোট ৯টি পদক জিতেছে। এছাড়া কাল কারাতে ডিসিপ্লিনেও বাংলাদেশ অল্পের জন্য স্বর্ণ হাতছাড়া করে। এই ডিসিপ্লিনে অন্তত দু’টি স্বর্ণ জিততে পারতো লাল-সবুজরা। দিন শেষে বাংলাদেশের কারাতে ২টি রুপা ও ৭ ব্রোঞ্জসহ ৯ পদক জিতেছে। গেমসের দ্বিতীয় দিন তায়কোয়ান্ডো ও কারাতে এ দুই ডিসিপ্লিন থেকে সোনা, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে বাংলাদেশ জিতেছে মোট ১৮টি পদক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন