নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসের আরচ্যারি ডিসিপ্লিন থেকে আগের দিন ছয়টি স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। সোমবার দিনের শুরুটাও লাল-সবুজরা হাসলো সোনালী হাসি। এদিন পোখরার রঙ্গশালা আরচ্যারি রেঞ্জে গেমসের আরচ্যারির কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের সোমা বিশ্বাস শ্রীলঙ্কার অনুরাধা করুনারতেœকে হারিয়ে সোনা জিতে নেন। সোমা প্রথম সেট ২৮-২৬ পয়েন্টে জিতেন। দ্বিতীয় সেট ২৮-২৮ পয়েন্টে ড্র করলে তৃতীয় সেট জিতে নেন ৩০-২৮ পয়েন্টে। পরের সেট ২৯-২৫ পয়েন্টের ব্যবধানে জেতার পর শেষ সেট ২৭-২৭ পয়েন্টে ড্র করে সব মিলিয়ে ১৪২-১৩৪ পয়েন্টের ব্যবধানে করুনারতেœকে হারিয়ে সোনা জয় করেন তিনি। এবারের এসএ গেমসে এটা বাংলাদেশ আরচ্যারির সপ্তম এবং সব মিলিয়ে ১৫তম স্বর্ণ জয়। সোমার স্বর্ণ জয়ের কিছুক্ষণ পরেই আরচ্যারির পুরুষ কম্পাউন্ড এককের ফাইনালে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণ জয় করেন বাংলাদেশের মো. সোহেল রানা। তার এই সাফল্যে নেপাল এসএ গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের স্বর্ণ জয়ের সংখ্যা দাড়ালো ১৬।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন