শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মঠবাড়িয়ায় বাল্যবিয়ে করাতে গিয়ে বরের বাবার অর্থদণ্ড, বিয়ে পন্ড

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৯, ৭:০০ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ার হলতা গ্রামে শিপন খানের বাড়িতে বুধবার বিকালে তার মেয়ে মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী নিপার (১৪) বিয়ের ধুমধাম আয়োজন চলছে। বর পার্শ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা গ্রামের মোতালেব সরদারের ছেলে মনোয়ার হোসেন (২৬)। বর পক্ষ দলবল নিয়ে কনের বাড়ি উপস্থিত হয়েছে। মেহমানদের জন্য কনের বাড়িতে রান্নাবান্নার আয়োজনও শেষ। কনে নিপা বিয়েতে রাজি না থাকলেও অভিভাবকরা বিয়ের আয়োজনে ব্যস্ত। বিয়ের কাজি কাজ শুরু করবে এমন সময় বিয়ে বাড়িতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার পুলিশ নিয়ে হাজির হন। বিয়ে বাড়ি থেকে বর ও কনের অভিভাবকসহ নিয়ে ভ্রাম্যমান আদলতে হাজির করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস বাল্য বিয়ের অপরাধে বরের বাবা মোতালেব সরদার কে ১০ হাজার টাকা অর্থদন্ড দেন। এছাড়া বরের বাবা এবং কনের বাবা ও মার কাছ থেকে মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না-দেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়। প্রশাসনের হস্থক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৯ম শ্রেণির মাদ্রাসা ছাত্রী নিপা (১৪)।

জানাযায়, মাদ্রাসা ছাত্রী রাজি না থাকলেও বর ও কনের পরিবারের সম্মতিতেই হচ্ছে বিয়ের আয়োজন করে। স্থানীয়রা টের পেয়ে বাল্যবিয়ের বিষয়টি গোপনে উপজেলা প্রশাসনকে অবহিত করেন। বিয়ের কাজি বিয়ের কাজ শুরুর আগেইে বিয়ে বাড়িতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার পুলিশ নিয়ে ওই বাড়িতে হাজির হন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন