শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

আপনার প্রশ্ন

ডা. একেএম মাহমুদুল হক খায়ের | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৯, ৮:২৯ পিএম

প্র : আমি অবিবাহিতা। বয়স ২৪। অনেক দিন চিকিৎসার পরও আমার মুখের ব্রণ সারছে না। এতে আমার মুখশ্রী নষ্ট হয়ে যাচ্ছে। আমি দ্রুত ভালো হতে চাই।

রূপসী। মগবাজার। ঢাকা।
উ: বর্তমানে কসমেটিক সার্জারি-রেডিও সার্জারি মাত্র ০১ সেশন চিকিৎসায় আপনার ব্রণগুলো নির্মূল করতে সক্ষম। এতে কোন পার্শ্বক্রিয়া নেই।
প্র: আমি বিবাহিত। বয়স ৫৪। বর্তমানে আমার কখনো লিংগের উত্থান হচ্ছে না। এতে আমি হতাশ এবং ভেঙে পড়ছি। আমি এ সমস্যা হতে মুক্তি চাই।
আবুল হাশেম। বগুড়া সদর।
উ: আপনার সমস্যাটি পুরুষত্বহীনতা। বর্তমানে উন্নত চিকিৎসায় সমস্যাটি নির্মূল করা সম্ভব। এজন্য প্রয়োজন রক্তের হরমোন এনালাইসিস করে প্রয়োজনিয় চিকিৎসা গ্রহন। এতে কোন পার্শ্ব ক্রিয়া নেই বললেই চলে।
প্র : আমি অবিবাহিত। বয়স ৩০। আমার মাথার অধিকাংশ চুল পড়ে গিয়ে টাক সৃষ্টি হয়েছে। এটি এক বিড়ম্বনা। এ থেকে কিভাবে মুক্তি পাব? নতুন চুল গজানো কি সম্ভব?
নামজমূল। রায়ের বাজার। ঢাকা।
উ : আর কেন ভাবনা? অত্যাধুনিক কসমেটিক ‘পিআরপি থেরাপি’ আপনার মাথায় নতুন চুল গজাতে সক্ষম। এ যেন এক রেভ্যুলিউশন।
প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৩৫। আমার মুখে অনেক বয়সের চিহ্ন। এতে আমি যেন বুড়িয়ে গেছি। এটি আমার জন্য মোটেই কাম্য নয়। আমি দ্রুত ত্বকের যৌবন ফিরে পেতে চাই।
মিসেস সালমা। গুলশান। ঢাকা।
উ: কসমেটিক থেরাপি ‘মেসোথেরাপি’ মাত্র ০১ সেশন চিকিৎসায় আপনার মুখের ত্বক মসৃণ ও কমনীয় করতে সক্ষম।

ত্বক, যৌন, সেক্স ও এলার্জী বিশেষজ্ঞ
এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৬৮৮৮৪৯৪৬০।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন