বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় ‘খাবারে বিষক্রিয়ায়’ ছাত্রের মৃত্যু : অসুস্থ ৫

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া : | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০৮ এএম

কুষ্টিয়া শহরে খাবারে বিষক্রিয়ায় এক কলেজ ছাত্র মারা গেছেন। এছাড়া অসুস্থ হয়েছেন আরও পাঁচজন। তারা ‘অ্যালকোহল জাতীয়’ কিছু খেয়েছিলেন বলে জানিয়েছেন কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার। বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে একে একে ৬ তরুণকে তাদের স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ৪টার দিকে আতিকুল ইসলাম নামে একজন মারা যান। অন্যরাও ঝুঁকিমুক্ত নয়। আতিকুল জেলা শহরের হালুয়াপাড়ার শরিফুল ইসলামের ছেলে।
হাসপাতালে ভর্তি অন্য ৫ জনই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র, স্বজনরা জানিয়েছেন।
শান্তর বাবা রাজু আহম্মেদ বলেন, এক বন্ধুর জন্মদিনে ৬ বন্ধু বেলা আড়াইটার দিকে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি চত্বরে গিয়ে এটা-ওটা খায়। পরে সবাই বাড়ি চলে যায়। এরপর শান্তকে হাসপাতালে আনার পর শুনি আরও ৫ জনেরও একই অবস্থা। তবে কার জন্মদিনে তারা ঠিক কী খেয়েছিলেন সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
চিকিৎসক তাপস কুমার বলেন, তারা খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হন। অ্যালকোহল জাতীয় কিছু খেয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন