শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভারতে ২ বছর কারাভোগের পর ১৯ বাংলাদেশী যুবককে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৯, ৫:৫৩ পিএম

ভারতে ২ বছর কারাভোগের পর ১৯ বাংলাদেশী যুবককে বেনাপোল চেকপোস্ট দিয়ে গতরাতে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ ।
ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন আনুষ্ঠানিকভাবে । তাদের বাড়ি নড়াইল, দিনাজপুর ও বরিশাল জেলায়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন হোসেন খান জানান, ভালো চাকুরীর আশায় ২ বছর আগে বাংলাদেশী ১৯ যুবক দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যায়।পরে তামিলনাড়– পুলিশ তাদেরকে শহর থেকে আটক করে। পরে পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করলে আদালত তাদের ২ বছর’র সাজা প্রদান করেন। সাজার মেয়াদ শেষে দু’দেশের স্বরাষ্ট্র মš্রনালয়ের মাধ্যমে তাদের ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হ¯তাšতর করেন। ফেরত আসা যুবকদের রাত ১১ টায় বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, পুলিশ ইমিগ্রেশনের সোপর্দ করা ১৯ বাংলাদেশী যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন