শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে হবে -কোটালীপাড়ায় ধর্ম প্রতিমন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, যারা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে। গতকাল রোববার গোপালগঞ্জের কোটালীপাড়া বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন কমপ্লেক্স ভবনের হলরুমে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন, আমাদের সবার ভরসাস্থল শেখ হাসিনা, তার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র চলছে, বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন তখন যুদ্ধ করতে নেমেছিলাম এবং বিজয় ছিনিয়ে আনতে পেরেছি, সবার সজাগ থাকতে হবে, আমরা যারা জীবিত আছি এবং মুক্তিযোদ্ধার সন্তানেরা বঙ্গরন্ধুর সৈনিকদের আরেকটি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রতিমন্ত্রীর সহধর্মিনী মিসেস রাশেদা আব্দুল্লাহ, সহ-সভাপতি রুহুল আমিন শেখ, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ প্রমুখ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন