রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

মাঠে রেফারিদের হাতে ওয়্যারলেস থাকবে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৯, ৮:১৯ পিএম

ঘরোয়া আসরে রেফারির বাঁশি বাজানোকে কেন্দ্র করে মাঝে মধ্যে ফুটবল মাঠে বিশৃংখলা দেখা দেয়। রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রায়শই অভিযোগ থাকে ফুটবলারদের। তাই সঠিক সিদ্ধান্তের জন্য আসন্ন ফেডারেশন কাপ থেকেই রেফারিদের হাতে ওয়্যারলেস সেট তুলে দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার এ তথ্য দেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী এমপি। এদিন বাফুফে ভবন সংলগ্ন কৃত্রিম মাঠে বিজয় দিবস উপলক্ষ্যে সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচে প্রধান অতিথি ছিলেন তিনি। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাম মুর্শেদী বলেন,‘বুধবার থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ। রেফারির সিদ্ধান্তের নিরপেক্ষতার জন্য আমরা তাদের হাতে ওয়্যারলেস সেট তুলে দেবো।’ নতুন মৌসুমকে সামনে রেখে নিয়ম কানুনের বেশ কিছু পরিবর্তন এনেছে বাফুফে। এ প্রসঙ্গে সালাম মুর্শেদীর কথা, ‘আগে ব্যাকপাস করলে গোলরক্ষক বল ধরতে পারতেন না। যা এখন অনুমোদিত। কিছু সংযোজন যেমন হয়েছে, তেমন নিয়মের বিয়োজনও ঘটেছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে সেমিনারের আয়োজনও করা হয়েছে।’

বাফুফের আসন্ন নির্বাচন সংক্রান্ত গঠনতন্ত্রের পরিবর্তন নিয়ে তিনি বলেন, ‘গঠনতন্ত্রে কোন পরিবর্তন আনা হয়নি। বরং এটা সংশোধন করা হয়েছে। সবক্ষেত্রেই যদি কোন নির্বাচনে অংশ নিতে হয়, তাহলে ওই সংস্থার সদস্য হতে হবে। তারপর নির্বাচনে আসতে হবে। ২০০৮ সালের আগে যারা দায়িত্বে ছিলেন, তারা হয়তো এএফসির সঙ্গে কথা বলে ওই সময়ে ডিএসএ থেকে ডিএফএকে ভাগ করেছিলেন। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাহী কমিটির সভায় খসড়া সিদ্ধান্ত হয়, নির্বাচন করতে হলে ডিএফএ’র ডেলিগেট বা কংগ্রেস সদস্য অবশ্যই হতে হবে। তবে এটাই চূড়ান্ত নয়। সামনে সাধারণ পরিষদের সভা রয়েছে। সেখানে দু’তৃতীয়াংশ সদস্য সম্মতি দিলেই আইনটি পাশ হবে।’ বাফুফের এ নিয়মের বিষয়টি এএফসি জানে বলেই জানান সালাম মুর্শেদী।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন