শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিক্ষাঙ্গন

জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র সংসদ নির্বাচনে রাকিব-মারুফ জয়ী

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ৬:৪৯ পিএম

উৎসব মুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সহ সভাপতি (ভিপি) পদে ৪৪তম ব্যাচের মো. রাকিব হাসান ১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে আরও প্রতিদ্বদ্বীতা করেছিলেন- মো. শামীমুজ্জামান ও মো. এহসানুল হক জামি।

অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে ৪৫তম ব্যাচের মো. মারুফ চান ১৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে জিহান উদ্দিন প্রতিদ্ব›দ্বীতা করেছিল

বুধবার (১৮ ডিসেম্বর) ভোট গ্রহণ শেষে নির্বাচন পরিচালনকা কমিটির আহ্বায়ক ড. মো. শফিকুল ইসলাম এই ফলাফল ঘোষণা করেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বহু বছর ধরে বন্ধ থাকলেও সচল রয়েছে পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র সংসদ নির্বাচন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন