শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

২৪ ঘন্টায় সওজ এর বিকল্প রাস্তা নির্মাণ সম্পন্ন

ঢাকার সাথে উত্তর বঙ্গের ১১ জেলায় যান বাহন চলাচল শুরু হয়েছে

মহসিন রাজু | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ৬:১৬ পিএম | আপডেট : ৮:৪০ পিএম, ১৯ ডিসেম্বর, ২০১৯

বিকল্প চলাচলের ব্যবস্থা করার পর ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী ব্রিজের পিলার দেবে যাওয়ায় কারণে যানবাহন চলাচল বন্ধ হওয়ার প্রায় ২৪ ঘন্টা পর বৃহষ্পতিবার রাত সাড়ে ৭টা থেকে উত্তর বঙ্গের ১১ জেলা ও রাজধানী ঢাকার মধ্যে স্বাভাবিক যান বাহন চলাচল শুরু হয়েছে। রাত সাড়ে ৭ টায় ইনকিলাবকে এ সংবাদ জানিয়ে সিরাজগঞ্জ সওজের উপ সহকারী প্রকৌশলী মাসুদ রানা বলেন, 

সওজ বিভাগের পক্ষ থেকে লাগাতার কাজ করে অচল ও হেলে পড়া ভুইয়াগাঁতি ব্রীজের পাশ দিয়ে সফলভাবে বিকল্প সড়ক প্রস্তÍত করায় যানবাহন চরাচল নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হল ।
এর আগে বুধবার সন্ধ্যা থেকে এই মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের বগুড়া –রংপুর সহ ১১ জেলার যান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

সিরাজগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যার পরপরই ভুইয়াগাঁতির পুরাতন ব্রীজটি বুধবার বিকেলে প্রায় ৩ ফিট দেবে যাওয়ায় উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ।
সৃস্ট পরিস্থিতিতে ঘটনার সাথে সাথেই সেখানে পুলিশ মোতায়েন করে বিকল্প রাস্তা তৈরির কাজ শুরু করেছিল সওজ।

উল্লেখ্য ঢাকা-বগুড়া মহাসড়কের উন্নতি কল্পে ফোর লেনের কাজ সম্প্রতি শুরু করে সিরাজগঞ্জ সওজ বিভাগ। এই কাজের অংশ হিসেবে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী ব্রীজের পাশে আরেকটি ব্রিজের নির্মান কাজ চলছে। নতুন ব্রিজ নির্মান কাজের জন্য ৭০ বছরের পুরাতন ভুইয়াগাঁতি ব্রীজের পাশ থেকে মাটি কাটায় গত সপ্তাহেই যান চলাচলের সময় সেটি ভেঙ্গে পড়ার উপক্রম হওয়ায় ধীরগতিতে ও সাবধানতার সাথে যান চলাচলের আদেশ জারী করা হয়।
ওই কারণে স্বাভাবিক যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের কয়েক কিলোমিটার অংশ জুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়ে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন