বায়ুদূষণে আজ আবারও শীর্ষ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) বায়ুদূষণে ঢাকার স্কোর ছিল ৩৪৮। যার অর্থ, ঢাকায় বাতাসের মান ‘বিপজ্জনক’। খবর বার্তা সংস্থা ইউএনবির।
বায়ুদূষণে ঢাকার পরই রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটার, পাকিস্তানের লাহোর ও ভারতের রাজধানী দিল্লি। এর মধ্যে উলানবাটারের স্কোর ২৫৮, লাহোরের ২২০ ও দিল্লির স্কোর ২১০।
যখন কোনও শহরে একিউআই স্কোর ৩০০-এর ওপরে থাকে, তখন ওই এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি লক্ষ করা যায়। এ সময় বাইরে বের হওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত বলেও জানানো হয়।
যখন কোনও শহরে একিউআই স্কোর ৫০-র নিচে থাকে, তখন ওই এলাকায় বায়ুর মানকে ভালো বলে মনে করা হয়। এছাড়া একিউআই স্কোর ৫১ থেকে ১০০-র মধ্যে থাকলে বায়ুর মানকে মাঝারি হিসেবে ধরে নেয়া হয়। আর যখন এই স্কোর ১০১ থেকে ১৫০-র মধ্যে থাকে, তখন তা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর বলে ধরে নেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন