শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘নো টাইম টু ডাই’ ভিলেনের ভূমিকা করতে ফ্রেডি মার্কারি রামি মালেককে সাহায্য করেছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

রামি মালেক (ছবিতে ডানে) জানিয়েছেন সর্বশেষ ‘বন্ড’ চলচ্চিত্রের ভিলেনের ভূমিকায় অভিনয় করতে পরলোকগত সঙ্গীত কিংবদন্তী ফ্রেডি মার্কারি তাকে পথ দেখিয়েছেন। মালিক ‘বোহেমিয়ান রাপসোডি’ চলচ্চিত্রে কুইন ব্যান্ডের উল্লিখিত গায়কের ভূমিকায় অভিনয় করে চলতি বছর অস্কার জয় করেন। “আমি সেখানে গিয়ে যদি কারও অনুকরণ করতাম তাহলে তাতে কি আনন্দ থাকত? আমার মনে হয় আমি এই শিক্ষাটি পেয়েছি মিস্টার মার্কারির কাছ থেকে। যদি মৌলিক কিছু না করা যায় তাহলে করা কী দরকার?”, মালেক বলেন। তিনি বলেন : “আমি আমার প্রিয় কিছু চরিত্রের কাছ থেকে কিছু না কিছু ধার করেছি। তবে প্রতিদিন আমি চরিত্রটিতে নতুন কিছু যোগ করেছি যাতে তা যৌক্তিক, ভয়ানক আর মৌলিক হয়।” তিনি জানান সংলাপ প্রশিক্ষক উইলিয়াম কোনেকারের সঙ্গে সময় কাটিয়েছেন। ক্যারি ফুকুনাগা পরিচালিত চলচ্চিত্রটির জন্য তাকে স্বতন্ত্র ভঙ্গিমায় কথা বলতে হয়েছে। “আমি এমন কিছু উপস্থাপন করতে চেয়েছি যা বিশ্বের কোন এলাকার তা যেন না বোঝা যায়,” তিনি আরও বলেন। প্রধান ভূমিকায় ড্যানিয়েল ক্রেইগকে নিয়ে ‘নো টাইম টু ডাই’ আসছে এপ্রিলে মুক্তি পাবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন