রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আমাকে দিয়ে ভিলেনদের যুগ শেষ হয়েছে : গুলশান গ্রোভার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০২ এএম

‘বলিউডের মন্দ মানুষ’ নামে পরিচিত গুলশান গ্রোভার জানিয়েছেন ভিলেন হিসেবে বলিউডে ক্যারিয়ার বেছে নেয়ার ক্ষেত্রে তিনিই শেষ অভিনেতা। তিনি জানান তাকে দিয়েই ভিলেনদের যুগ শেষ হয়েছে। খলনায়কের অভিনয় যে দর্শকদের আকর্ষণ করতে পারে আলোচিত হতে পারে গুলশান তা প্রমাণ করেছেন ‘সাদমা’ এবং ‘রাম লখন’ চলচ্চিত্র দুটি দিয়ে। “ভিলেন হিসেবে চলচ্চিত্রে বিশাল অবদান রেখেছেন প্রাণজির মত কিংবদন্তীরা। আমি যখন ভিলেন হিসেবে অভিনয় করা শুরু করি আমি উপলব্ধি করেছিলাম আমাকে সৃজনশীল হতে হবে। আমি একই ধরণের ভূমিকা করতাম না, তাই আমি আমার চরিত্রগুলো আরও ভাল করে উপস্থাপন করতে পারতাম। বর্তমান সময়ে পরিস্থিতি বদলেছে, এখন আর বিশেষায়িত ভিলেনের চরিত্র হয় না। ভিলেন হয়ে ক্যারিয়ার গড়ার যুগ আমাকে দিয়েই শেষ হয়েছে। এখন ভিলেন হয়ে সাফল্য লাভ করার সুযোগ যথেষ্ট নয়,” তিনি বলেন। গুলশান (৬৪) প্রত্যাশা পূরণ না হবার দুঃখের কথা বলেন, “আমাকে হলিউডের একটি ফিল্মে এমন এক ভিলেনের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল যার গলায় একটি বুলেট বেঁধে তাতে তার সুখ-দুঃখের বোধ নষ্ট হয়ে যায়। যে ভিলেনদের কোনও বোধ নেই তারা আমাকে মুগ্ধ করে।” টাটা স্কাই ক্লাসিক সিনেমাতে এক সাক্ষাতকারে তিনি কথা প্রকাশ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন