শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ঘণ্টার মধ্যেই বাগদান!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ভারতের জাতীয় দলের ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া তার অসংখ্য মেয়ে অনুরাগীদের হৃদয় ভেঙেছেন। গত বুধবারই সবার মন ভেঙে ফাঁস করেন প্রেমিকার নাম। আর এক ধাপ এগিয়ে পরিচয় করানোর ঘণ্টা খানেকের মধ্যেই বাগদান পর্ব সেরে ফেলার কথা জানালেন ছবি পোস্ট করে।
বিরুস্কার পর সূচনা হল আরও এক ক্রিকেট-রুপোলি পর্দার প্রেমকাহিনী অধ্যায়। সার্বিয়ান অভিনেত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বাগদানের ছবি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত ক্রিকেট মহল থেকে সিনেদুনিয়া।

শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে গায়ক গুরু রানধাওয়া, অভিনেত্রী উর্বশী রাউটেলা। হার্দিকের সেই প্রেমিকা অভিনেত্রী নাতাশা স্তানকোভিচের সম্পর্কে কয়েকটি কথা।
‘ডিজে ওয়ালে বাবু মেরা গানা চালা দো’ গায়ক বাদশার সেই সুপারহিট গানের ভিডিও সুপারহট মেয়েটিকে নিশ্চয় মনে আছে? সেই মেয়েই এখন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বাগদান করা অভিনেত্রী নাতাশা স্তানকোভিচ। নাতাশা অভিনয়ের আগে মডেলিং ও মিউজিক ভিডিও করে জনপ্রিয় হয়েছিলেন। সূত্র : নিউজ ১৮।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
সাইফুল ইসলাম চঞ্চল ৩ জানুয়ারি, ২০২০, ১:০৪ এএম says : 0
এটা কি এত প্রয়ো্জনীয় নিউজ বুঝে আসে না।
Total Reply(0)
কে এম শাকীর ৩ জানুয়ারি, ২০২০, ১:০৫ এএম says : 0
এতদিন গোপেনে কত কিছু করেছে সেটা তো প্রকাশ করেনি!!!
Total Reply(0)
তোফাজ্জল হোসেন ৩ জানুয়ারি, ২০২০, ১:০৫ এএম says : 0
বিয়ে করলেই তো হয়। বাগদান করে ঝুলিয়ে রাখার কোনো মানে হয়।
Total Reply(0)
মেহেদী ৩ জানুয়ারি, ২০২০, ১:০৬ এএম says : 0
এই নিউজটা প্রকাশ করে মনে হয় জাতির বিশাল উপকার করে দিলেন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন