শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

সেরেনার বাগদান

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টেনিস বিশ্বের অন্যতম সেরা তারকা সেরেনা উইলিয়ামস সামাজিক যোগাযোগের মাধ্যম রেডিটে তার বাগদানের খবর দিয়েছেন। রেডিটেরই সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন সেরেনা। নিজের বাগদানের খবরটি ৩৫ বছর বয়সী সেরেনা দিয়েছেন বেশ নাটকীয় ঢঙে, ‘এক হাঁটুতে ভর দিয়ে। সে চারটি শব্দ বলল। এবং আমি হ্যাঁ বললাম।’ নিউ ইয়র্কে জন্ম নেয়া ৩৩ বছর বয়সী ওহানিয়ানও ফেইসবুকে তা নিশ্চিত করেছেন। তিনি লেখেন, ‘সে হ্যাঁ বলেছে।’ প্রজন্মের সেরা খেলোয়াড় সেরেনা এ পর্যন্ত ২২টি গ্র্যান্ড ¯ø্যাম জিতেছেন। বর্তমানে মেয়েদের র‌্যাংকিংয়ে দুই নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের এই তারকা। বাগদানের খবরটি ঘটা করে দিলেও, বিয়ের দিনক্ষণ সম্পর্কে খোলাসা করে কিছুই বলেন নি টেনিসের কৃষ্ণকলি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন