শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বাগদান হল ‘কুছ কুছ হোতা হ্যায়’র পারজান দাস্তুরের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

১৯৯৮ সালের ব্লকবাস্টার ‘কুছ কুছ হোতা হ্যায়’ ফিল্মে পারজান দাস্তুর রূপায়িত চরিত্রটির আসলে কোনও নামই ছিল না, কিন্তু ফিল্মটি যে দেখেছে তাকে এখনও কেউ ভুলতে পারেনি। আসলেও সেই কথা না বলা ছোট্ট শিখ শিশুটিকে কি ভোলা যায়? সেই পারজানের সঙ্গে তার দীর্ঘদিনের বান্ধবী দেলনা শ্রফের বাগদান হলে এই কয়েকদিন আগে। ইনস্টাগ্রামে দেলনার সঙ্গে একটি ছবি পোস্ট করে পারজান লিখেছেন : “আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ। আমাদের বাগদানের অনুষ্ঠানটি দারুণ হয়েছে। আমাদের আশীর্বাদ করার জন্য অশেষ ধন্যবাদ দিচ্ছি। এখন সেই দিনটির জন্য অপেক্ষা! দেলনাকে পারসি গারা শাড়ীতে দারুণ লাগছে, নয় কি?” পারজান আরেকটি ছবি পোস্ট করেছেন যাতে বাগদত্ত এবং বাগদত্তা তাদের বাবা ও মায়ের উপস্থিতিতে পরস্পরের আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন। আরেকটি একক ছবিতে পারজান লিখেছেন : “আমার মেসেজের পর ভালবাসা বর্ষণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেলনা শ্রফ আর আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমার বন্ধুরা আমার জন্য ঐতিহ্যবাহী পারসি দাগলি পোশাক তৈরি করেছে বলে তাদের প্রতি কৃতজ্ঞতা : বিশুদ্ধ সাদা এই পোশাক পারসি পুরুষরা পবিত্র আর উৎসব বলে গণ্য করে। ডিজাইন করেছে ডিজাইনমি ২৭। আমার মাথার পাগড়ি বাবার ডিজাইন করা।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন