শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ডেকোটা জনসন-ক্রিস মার্টিনের বাগদানের গুজব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

তিনবছর একসঙ্গে থাকবার পর জোর গুজব রটেছে অভিনেত্রী ডেকোটা জন সনের সঙ্গে কোল্ডপ্লে ব্যান্ডের ফ্রন্টম্যান ক্রিস মার্টিনের বাগদান সম্পন্ন হয়েছে। সম্প্রতি ‘ফিফটি শেডস অফ গ্রে’ তারকা ডেকোটাকে অনামিকায় বিশাল পান্নার আংটি পরিহিত অবস্থায় দেখা যাবার পর থেকে এই গুঞ্জন চলছে। ২০১৭ থেকেই ডেকোটা আর ক্রিস মেলামেশা করছেন। তারা তাদের সম্পর্ককে যতটা সম্ভব প্রচার না করবার সিদ্ধান্ত নিয়েছেন সম্ভবত। তবে কয়েক সপ্তাহ আগে তাদের ম্যালিবুতে একসঙ্গে গাড়িতে বেড়াতে দেখা গেছে। এছাড়া পুরো লকডাউনের সময়টাতে তারা দুজন সামাজিক মাধ্যমে বিভিন্ন দুষ্টুমিভরা মন্তব্য আদানপ্রদান করে ভক্তদের আমোদিত করেছেন। ২০১৯-এ তারা কিছুদিনের জন্য আলাদা হয়ে যান, তবে ক্রিসের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী গুইনেথ প্যাল্ট্রোর মধ্যস্থতায় তারা আবার সন্ধি করে নেন। ১৩ বছর ঘর করার পর গুইনেথের সঙ্গে ২০১৬তে ক্রিসের বিবাহবিচ্ছেদ হয়। তারা যৌথভাবে তাদের সন্তানদের দেখভাল করেন। প্যালট্রো ২০১৮তে চলচ্চিত্র নির্মাতা ব্র্যাড ফলচাককে বিয়ে করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন