শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বাগদানের এক মাসের মধ্যে পল মাইকেল-অ্যামেন্ডা বাইন্স সম্পর্কচ্ছেদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১২:০১ এএম

গত বছর রিহ্যাবে পরিচয় ও অন্তরঙ্গতার পর এই ভ্যালেন্টাইন্স দিবসে পল মাইকেল আর অ্যামেন্ডা বাইন্স বাগদান সম্পন্ন করেন। কয়েকদিন আগে পল জানিয়েছেন তাদের প্রেমের যবনিকা হয়েছে। পল ই টাচ সাময়িকীকে বলেছেন : “আমাদের বাগদান ভেঙে দিয়েছিৃ তবে আমি তাকে ভালবাসি, সে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু।” ৩৩ বছর বয়সী অভিনেত্রীটি এই আকস্মিক ছাড়াছাড়িকে ঠিক মেনে নিতে পারছেন না বলে জানা গেছে। বাইন্সের ঘনিষ্ঠ এক সূত্র আস উইকলিকে বলেছে : ‘অ্যামেন্ডা খুব ভেঙে পড়েছে। কোনোভাবেই মেনে নিতে পারছে না।” জানা গেছে, বাইন্সের বাড়াবাড়ি রকম রক্ষণশীলতা এই জুটিকে আলাদা করে দিয়েছে। মাইকেল অনুভব করেন এমন রক্ষণশীলতা তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং তার আর চালিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি আশা করেন বাইন্সের স্বাভাবিক থাকার জন্য একটি সুস্থ পরিবেশ দরকার। জানা গেছে, বাইন্স ছাড়াছাড়ির আগে তার ইনস্টাগ্রাম থেকে মাইকেলের (২৮) সব ছবি মুছে ফেলেন। সপ্তাহখানের আগে লস অ্যাঞ্জেলেসে তাদের শেষবার একসঙ্গে দেখা গেছে। গত ১৪ ফেব্রুয়ারিতে অনামিকায় বড় একটি হীরার আংটিসহ ছবি পোস্ট করে বাইন্স ক্যাপশনে লিখেছিলেন : “আমার জীবনের ভালবাসার সঙ্গে বাগদান হল।” সাবেক নিকেলোডিয়ন তারকা বাইন্সের সঙ্গে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মাইকেলের পরিচয় হয়। তিনমাস প্রেম করার পর তাদের বাগদান হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন