বাড্ডা ফুজি টাওয়ারের সামনে থেকে পঞ্চমদিনের নির্বাচনী প্রচারণা শুরু করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। বিএনপির সিটি নির্বাচন পরিচালনায় গঠিত গণসংযোগ উপ-কমিটির সদস্য ওমর ফারুক শাফিন এ তথ্য জানিয়েছেন। শাফিন জানান, তাবিথ আউয়াল মঙ্গলবার ৫টি ওয়ার্ডে প্রচারণা চালাবেন। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ২১ নং ওয়ার্ডে প্রচারণা চালাবেন। উত্তর বাড্ডা ফুজি টাওয়ার থেকে লিংক রোড, মধ্য বাড্ডা বাজার, মেরুল বাড্ডা পর্যন্ত প্রচারণা চালাবেন। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ৩৭ নং ওয়ার্ডের মোল্লাপাড়া বাজার থেকে শুরু করে খিলবাড়িরটেক, জমির মেম্বারের বাড়ি, নুরের চালা, বাজার মসজিদ, ভোটঘাট, বারিধারা মহিলা সমিতির সামনে দিয়ে নুরের চালা পশ্চিম আশরাফিয়া মাদরাসা, কুলতান স্কুল, বারিধারা মা ও শিশু হাসপাতাল পর্যন্ত প্রচারণা চালাবেন। বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত বারিধারা মা ও শিশু হাসপাতাল থেকে নতুন বাজার, ভাটারার মোড়, ছোলমাইদ, ছাপড়া মসজিদ কোকাকোলার মোড়, বারিধারা জে ব্লক পর্যন্ত প্রচারণা চালাবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন