শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুবিতে পাহাড় কাটা প্রশাসনকে কারণ দর্শানোর নোটিশ

কুবি থেকে মেহেদী হাসান মুরাদ : | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ছাড়পত্র না নিয়ে পাহাড় কর্তন করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) প্রশাসনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে পাহাড় কাটায় পরিবেশ বিপন্নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য্য। আসন্ন সমাবর্তন উপলক্ষে কেন্দ্রীয় খেলার মাঠে প্যান্ডেল তৈরির জন্য পাহাড় কাটছে প্রশাসন।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের উত্তর দিকের পাহাড় কেটে এর মাটি ট্রাক্টরে করে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। পাহাড় কাটা মাটি দিয়ে কেন্দ্রীয় মাঠের বিভিন্ন জায়গা সমান করা হয়েছে। এর আগেও পাহাড়টি কাটা হয়েছিল। বর্তমানে পাহাড়ের নিচের অংশ বেশি কাটার ফলে যেকোনও সময় পাহাড়টি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা। আগামী ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় মাঠে। সমাবর্তনকে সামনে রেখে প্যান্ডেল প্রস্তুতের অংশ হিসেবে মাঠের উত্তর পাশের এ পাহাড় কাটা হচ্ছে বলে জানা যায়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, লালমাই পাহাড়ের পাদদেশ ঘিরে ক্যাম্পাসটির সৌন্দর্য্যই হচ্ছে লাল মাটির পাহাড়। কিন্তু প্রশাসনের একের পর এক পাহাড়-টিলা কাটায় ক্ষুব্ধ এবং বিস্মিত শিক্ষার্থীরা। লোক প্রশাসন বিভাগের স্নাতক শেষ বর্ষেরর শিক্ষার্থী ওবায়দুল্লাহ অনিক বলেন, ‘আমরা আমাদের পাহাড়ি ক্যাম্পাস নিয়ে গর্ব করি। প্রশাসন অপরিকল্পিতভাবে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। লাল পাহাড় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য। এগুলোকে রক্ষা করা প্রশাসনের দায়িত্ব।’
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবশ্যই উচিত বাংলাদেশের আইন মেনে এবং পরিবেশের কথা চিন্তা করে কোন কাজ করা। অপরিকল্পিতভাবে পরিবেশ অধিদপ্তরের আইন না মেনে পাহাড় কর্তন অবশ্যই একটি বেআইনি কাজ।’
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের ইনকিলাবকে বলেন, পরিবেশ অধিদপ্তরে আমাদের শুনানি ছিলো আমরা শুনানিতে অংশগ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে পাহাড়-টিলা সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

 



 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন