শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এশিয়া কাপের বদলে পাকিস্তান সফর!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

কেউ কেউ বলছেন, টেবিল টকে ঝানু পিসিবি চেয়ারম্যান এহসান মানির কথার মারপ্যাঁচে শেষপর্যন্ত প‚র্ণাঙ্গ সিরিজ খেলতে রাজি হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আবার কেউ বলছেন, আইসিসি প্রধান শশাঙ্ক মনোহরের মধ্যস্ততায় এ চ‚ড়ান্ত ফয়সালা হয়েছে। এর বাইরেও নতুন করে ক্রিকেট পাড়ায় উচ্চারিত হচ্ছে, পাকিস্তানে তিনবার সফরের বিনিময়ে কোন নগদ কিছু না পেলেও হয়তো একটি অর্জন আছে বাংলাদেশের। তা হলো, খুব সম্ভবত আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে যে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা, সেটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এখন বাংলাদেশেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল। মনোহরের মধ্যস্ততায় বিসিবি আর পিসিবির পারস্পরিক সমঝোতায় হয়তো পাকিস্তান থেকে এশিয়া কাপের পরবর্তী আসর বাংলাদেশে আয়োজনের একটা অলিখিত চুক্তি হয়েছে। কারণ একটাই, ভারত কোনোভাবেই পাকিস্তানে গিয়ে খেলবে না। বাংলাদেশে খেলা হলেই কেবল ভারত অংশ নেবে এবং এশিয়া কাপ আয়োজনে কোন বাধা থাকবে না। তাই বাংলাদেশকে এ বছর সেপ্টেম্বরে এশিয়া কাপের স্বাগতিক হিসেবে বেছে নেয়ার একটা অঘোষিত চুক্তির কথা শোনা যাচ্ছে। এশিয়া কাপ আয়োজন করার অর্থ স্বাগতিক হিসেবে মিলবে ৩ মিলিয়ন ডলার (২৭ কোটি টাকার বেশি)।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন