মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ডিজিটাল পদ্ধতিতে সমন্বিত চাষাবাদ করলে কৃষকরা লাভবান হবে

লাকসামে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম

লাকসাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২০, ৮:৫১ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, ডিজিটাল পদ্ধতিতে সমন্বিত চাষাবাদ করলে কৃষকরা লাভবান হবে। কৃষি কাজের মাধ্যমে কৃষক যাতে অধিক পরিমাণে লাভবান হতে পারে সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষিকে যান্ত্রিকীকরণের উদ্যোগ নেয়া হয়েছে। ছোট ছোট কৃষি জমি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করলে অধিক পরিমাণে ভেজাল ও বিষমুক্ত ফসল উৎপাদন সম্ভব হবে। মন্ত্রী গতকাল শুক্রবার কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নোয়াপাড়া-ছনগাঁও গ্রামে যৌথ কৃষি খামার কমিউনিটি এন্টারপ্রাইজের মাধ্যমে খন্ড খন্ড জমিকে একত্র করে সমকালীন চাষাবাদ ও কৃষি যান্ত্রিকীকরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে কৃষির গুরুত্ব অপরসীম। অযথা ও অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে হবে। কৃষি উন্নয়ন মানেই সমগ্র দেশে উন্নয়ন। কৃষি খাতে সরকারের উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কৃষকদের এগিয়ে আসতে হবে। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এ দেশের সকল খাতে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কৃষি খাতে উন্নয়নের লক্ষ্যে সারাদেশে উপজেলা পর্যায়ে কৃষি যান্ত্রিকীকরণ ব্যাপকহারে ছড়িয়ে দেয়া হবে।
কান্দিরপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসান, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার মহা-পরিচালক মোঃ শাহজাহান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা উপ-পরিচালক কৃষিবিদ সুরজিত চন্দ্র দত্ত, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুস ভূঁইয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, কুমিল্লা জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু তাহের, অ্যাডভোকেট তানজিনা আক্তার, লাকসাম প্রেস ক্লাব সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল হকসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন