রেসলার-অভিনেতা ডোয়েন জনসন এখন তার জীবনী নিয়ে এনবিসির সিটকম সিরিজ ‘ইয়াং রক’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
এক ফেইসটাইম সাক্ষাতকারে জনসন বলেছেন, “অনেকে জানেন অনেকে জানেন না আমি এক অবিশ্বাস্য শৈশব কাটিয়েছি। আমার শৈশব ও কৈশোর নিয়ে আমি অনেক গল্প করেছি। এর অনেকগুলোই অবিশ্বাস্য, তবে এর সব সত্য। আমার কৈশোরে হাওয়াইয়ের পথে পথে আমি যে দুর্র্ধষ জীবন কাটিয়েছি তার অনেকটাই দেখা যাবে ‘ইয়াং রক’-এ। এসময় আমি অনেক কাজ করেছি যা করা উচিত ছিল না।” তিনি আরও বলেন,” আমার ব্যক্তিত্বের মিক্রণ হয়েছে এসময়, আর তা মন্ত্রমুগ্ধ করার মত। আমার হিরোদের মধ্যে ছিলেন- আন্দ্রে দ্য জায়ান্ট, মোহাম্মাদ আলি থেকে রনাল্ড রেগান পর্যন্ত। অনেকে যেমন বলে থাকে আমার শৈশব ছিল অনেকটা ফরেস্ট গাম্পের মত। আমার জীবনে অনেকে এসেছে অনেকে গেছে। আমি সব অদ্ভুত কাজ করেছি। আর এর সব অবিশ্বাস্য অনেকের জন্য।” ‘ফ্রেশ অফ দ্য বোট’ নির্মাতা নানাচকা খান ‘ইয়াং রক’ সিরিজটি তত্ত¡াবধান করবেন। জনসন তার সঙ্গে নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। জনসন এখন ডিসির সুপারভিলেন ফিল্ম ‘ব্ল্যাক অ্যাডাম’ এবং আরেক ফিল্ম ‘জাঙ্গল ক্রুজ’-এ কাজ করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন